| |
               

মূল পাতা জাতীয় ড. ইউনূসের সাথে বৈঠক করেছে হেফাজত


ড. ইউনূসের সাথে বৈঠক করেছে হেফাজত


রহমত নিউজ     05 October, 2024     08:49 PM    


অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সাথে বৈঠক করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার (৫ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের আমন্ত্রণে তার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

এ সময় সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন, মাওলানা শায়খ সাজেদুর রহমান, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা আবদুল বাসেত আজাদ, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মহিউদ্দীন রব্বানী, ড আহমদ আবদুল কাদের, মাওলানা মামুনুল হক, মাও. মনজুরুল ইসলাম আফেন্দী, মুফতী মনির হোসাইন কাসেমী, মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা জালালুদ্দিন আহমদ ও মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

 তৃতীয় দফায় দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিএনপির সঙ্গে বৈঠকের মাধ্যমে এ দফায় আলোচনা শুরু হয়। এরপর হেফাজতে ইসলাম বাংলাদেশ, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাম গণতান্ত্রিক জোটের সাথে আলোচনা হয়।